নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় ডুয়েট ছাত্রলীগের সভাপতি তাইবুর রহমান
প্রকাশিতঃ ৩:৪৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩২৭ বার

মাহমুদুল হাসান (রাজ), ডুয়েট থেকে: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করছেন ডুয়েট ছাত্রলীগের সভাপতি মোঃ তাইবুর রহমান। সোমবার দিনব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার বিভিন্নস্থানে এই লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরনকালে ছাত্রলীগ নেতাকর্মীরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা গাজীপুর জেলার উন্নয়ন চিত্রসহ বর্তমান সরকারের আমলে সারাদেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌছে দেন। নেতাকর্মীরা এসময় গাজীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য উন্নয়নের রুপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলকে পূনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জেলার উন্নয়নকে অব্যাহত রাখতে আহ্বান জানান। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যšত ছাত্রলীগের নেতৃত্বে লিফলেট বিতরন ও নৌকা প্রতীকে ভোট চেয়ে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও জানান। এসময় আরও উপস্থিত ছিলেন ডুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের অর্থ স¤পাদক নাজির মিয়া সরকার, কর্মচারী সমিতির সভাপতি মোক্তার হোসেন সহ আরও অনেকে।