আজ বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

ভিক্ষুকের ১৭ হাজার টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে এএসপি’র ফেইসবুক স্ট্যাটাস

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৯৪ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের এ এস পি আলমগীর পিপিএম একজন ভিক্ষুকের ১৭ হাজার টাকা ফেরৎ এর ব্যবস্থা করে নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ায় আলোচনায় স্থান করে নিয়ে নিয়েছেন। রবিবার বিকেলে তিনি তার আইডিটে এই স্ট্যাটাসটি দেন। জানা যায়, উক্ত ভিক্ষুকের নাম কুসুমী বেগম। তার বাড়ি উপজেলার বীরগুছিনা গ্রামে। কুসুমীর টাকা পাশের কয়রাহাটি গ্রামের এক প্রতারক প্রলোভন দেখিয়ে আত্বসাৎ করে। এক পর্যায়ে এ এস পি আলমগীরের দ্বারস্থ হলে তিনি তা উদ্ধার করে দেন। পুলিশের এই মানবিক কাজে ভিক্ষুক কুসুমী বেগম খুবই খুশী। পুলিশের এই কর্মকর্তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—–
কুসুমী বেগম (৬৫), স্বামী মৃত-আলী হোসেন সাং-বীরগুছিনা, থানা-হালুয়াঘাট বনাম গিয়াস উদ্দিন (৬০), পিতা-কালু মিয়া, সাং-কয়রাহাটি, থানা-হালুয়াঘাট, আাজ ১১/১১/১৮ ইং তারিখ আামার জীবনে একটা স্মরণীয় এবং সুখের দিন। কেন জানেন….? র্দীঘ চাকুরী জীবনে অনেক সুখ দুঃখের স্মৃতি আছে, তবে আজকের স্মৃতিটুকু একটু স্পেশাল। ছবির এই মহিলা মানুষের বাড়ীতে ভিক্ষা করে ১৭,০০০/- টাকা আয় করে। এই টাকা আসামী গিয়াস উদ্দিন বাদীকে প্রলোভন দেখিয়ে আর্ত্মসাধ করার মানষে টাকাটা আসামীর হস্থ্যগত করে। ভিক্ষুক মহিলাকে এই টাকা পরিশোধ না করিলে, র্দীঘ দিন মানুষের দাড়েদাড়ে বিচার প্রার্থী হয়, কোথাও কোন বিচার না পেয়ে টাকার আশা ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকের পরামর্শে আমার নিকট আসে। বিবাদীকে ডেকে কয়েক দফা চেষ্টার পর আজ তার দাবীকৃত ১৯,০০০/- টাকা উদ্ধার করে ভিক্ষুক বাদীকে নগদ হস্থান্তর করা হয়।

Shares