বাউফলে রহস্যজনকভাবে এক বৃদ্ধা খুন
প্রকাশিতঃ ৮:১৬ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০০ বার

তোফাজ্জেল হোসেন,বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের গালর্স স্কুল রোড এলাকায় গতকাল রোববার বিকালে সাফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে খুন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মৃত হানিফ মোল্লার স্ত্রী সাফিয়া বেগম ওই এলাকার একটি ঘরে দীর্ঘ দিন ধরে একা বসবাস করতো এবং বিভিন্ন বাসায় ঝিএর কাজ করতো। ঘটনার দিন বিকাল ৪টার দিকে প্রতিবেশী সন্তোষ ঠাকুরের স্ত্রী কৃষ্ণা রানী তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে তাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। এসময় তাঁর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার মৃত দেহ উদ্ধার করেন। কোন দুর্বৃত্ত তার মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করেছে বলে ধারণা এলাকাবাসীর।
বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সোমবার পটুয়াখালী মর্গে পাঠানো হবে।