ময়মনসিংহে খুচরা সার বিক্রেতা সংগঠনের সমাবেশ
প্রকাশিতঃ ১০:৩৫ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৭৩৫ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে মহানগর কৃষকলীগের কার্যালয়ে মোট ১২টি উপজেলার খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সদস্যদের নিয়ে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা শাখার সভাপতি উছমান গনির সভাপতিত্বে সাধারন সম্পাদক ইমতিয়াজ হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের মহাসচিব মোঃ একরামুল হক সোহেল। এ সময় বক্তারা বিসিআইসি সার ডিলারের নিকট থেকে সার ক্রয়ের কমিশন বৃদ্ধি, অবৈধ সার ব্যবসায়ীদের উচ্ছেদ, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি গঠন করাসহ বেশ কিছু দাবী দাওয়া উত্থাপন করেন। এ সময় বিভিন্ন উপজেলা থেকে খুচরা সার বিক্রেতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।