হালুয়াঘাটে প্রতিবন্ধী যুবতী মেয়েকে ধর্ষণের অভিযোগ
প্রকাশিতঃ ৭:৩৮ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬৭৫ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব পাবিয়াজুড়ি গ্রামে রাহেলা খাতুন (ছদ্ধনাম) নামে এক বাক প্রতিবন্ধী যুবতী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার হালুয়াঘাট থানায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক বাদল মিয়াকে আসামী করে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবন্ধী মেয়ে প্রতিদিনের মতই একা ঘরে ঘুমিয়ে ছিলেন। ৭ অক্টোবর শেষ রাতে একই গ্রামের প্রতিবেশী হরমুজ আলীর পুত্র বাদল (২৬) কৌশলে ঘরে প্রবেশ করে জোড়পূর্বক ঐ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। পরে তাদের গলার স্বরে পাশের রুমের লোকজন উপস্থিত হলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।