হালুয়াঘাটে বিএনপি নেতার সালমান ওমরের গণসংযোগ ও সমাবেশ
প্রকাশিতঃ ১১:৪৯ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪২১ বার

স্টাফ রিপোর্টারঃ শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা সালমান ওমর রুবেল। গণসংযোগকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, আমি আমার মা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আনন্দ উল্লাস করতে আসিনাই, আমরা একটি কঠিন পরিস্থিতিতে আছি, আমাদের এখন ঐক্যের প্রয়োজন। দল যদি একজন সাধারন কর্মীকেও মনোনয়ন দেয় তাহলে আমরা তারই নির্বাচন করবো। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা এমদাদ হোসেন।