আজ বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ একজন আটক এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ

ময়মনসিংহে সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

প্রকাশিতঃ ১০:৪৭ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৯৫ বার

মোমিন তালুকদার/ময়মনসিংহ
দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বসকো’র মহাসচিব মোঃ খায়রুল আলম রফিক এর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। বুধবার (২৯ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)’র ব্যানারে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক বলে উল্লেখ্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানানো হয়। মানববন্ধনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক মাটি ও মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আশিক চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক আলোকিত ময়মনসিংহ সম্পাদক প্রদীপ ভৌমিক, দৈনিক শ্বাশত বাংলা পত্রিকার প্রকাশক-সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সহ সভাপতি আজগর হোসেন রবিন। দৈনিক উর্মী বাংলা পত্রিকার সম্পাদক সুমন ভেীমিক, দৈনিক নবকল্যান পত্রিকার সম্পাদক নবদ্বীপ সাহা। ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার চীফ রিপোর্টার মোমিন তালুকদার, জেনারেল ম্যানাজার এনামুল হক ছোটন। অপরাধসংবাদ.কম চীফ রিপোর্টার মতিউর রহমান। সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান মিনহাজ ও হাসিম আহমেদ, স্টাফ রিপোর্টার আনিস আহমেদ, নেত্রকোনা আঞ্চলিক প্রতিনিধি এস.এম.রফিক, গফরগাঁও আঞ্চলিক প্রতিনিধি মাজহারুল হক, নান্দাইল স্টাফ রিপোর্টার মজিবর রহমান ফয়সাল, ঝিনাইগাতী স্টাফ রিপোর্টার জাহিদুল হক মনির, ভালুকা প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম, পূর্বধলা প্রতিনিধি এমদাদুল হক, নকলা প্রতিনিধি নাসির আহমেদ, পাগলা থানা প্রতিনিধি আরিফুল ইসলাম, জাককানইবি সংবাদদাতা হিমেল আহমেদ প্রমূখ। মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ ময়মনসিংহ উপজেলায় শাখা প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩ শতাধিক সাংবাদিক,বিভিন্ন জেলা ও উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেক্টোনিক মিডয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অধিকরত সুষ্টু তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠার দাবী জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদার হাসেম আলীর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তিনি বাদী হয়ে মমেক হাসপাতালের রান্না ঘর ও অফিস রুম ভাংচুর করার অভিযোগ এনে ময়মনসিংহ প্রতিদিন সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে উদ্দেশ্যমুলকভাবে দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশ ইনভিস্টেকেশন ব্যুারো (পিবিআই) ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের এডিশনার এসপি আবু বকর সিদ্দিক ও এসআই আবু সালেক অভিযোগটির সুষ্ঠু তদন্ত না করেই বাদী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মনগড়্ াপ্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। যা নিয়ে খোদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বিরুপ মন্তব্য করেছেন এবং হতবাক হয়েছেন। বক্তরা বলেন অবিলম্বে মামলাটির অধিকতর তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা ও অসাধু ঠিকাদার হাসেম আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

Shares