আজ শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

ময়মনসিংহে জন চলাচলের রাস্তা আটকানোতে মামলা

প্রকাশিতঃ ১০:১১ অপরাহ্ণ | জুন ০৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪২৩ বার

মাইনউদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চর ঘোড়ামারা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তার দলবল নিয়ে ২০/২২ টি পরিবারের বাড়িতে আসাযাওয়ার রাস্তার বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি ও প্রকাশ্যে বাধাঁ দেয়ার প্রতিবাদ করায় গত ৪ জুন আলহাজ আব্দুল কদ্দুসের কাঠাল বাগানের কাঠাল কুপিয়ে বিনষ্টসহ কয়েকশ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও ভেঙ্গে দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্ত্রাশীরা । ইতিপূর্বে এধরনের একাধিক ঘটনার প্রতিবাদ করে আলহাজ আব্দুল কদ্দুস ও তার পরিবারের লোকজন জেলা প্রশাসক ও পুলিস সুপারকে অবহিত করলেও এখনো তার সুরাহা হয়নি। জানাযায়, গত ৩ জুন আলহাজ আব্দুল কদ্দুসের কিছু ইট আনার সময় আব্দুল মান্নানের লোকজন বাধাঁ দেয়। এসময় কদ্দুসের লোকজন প্রতিবাদ করলে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন দা লাঠি নিয়ে প্রতিরোধ করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। কথা কাটাকাটির পর উত্তেজিত মান্নানের লোকজন তার নির্দেশে আব্দুল কদ্দুসের কাঠাল ও বিভিন্ন প্রজাতির বনজ বাগানে হামলা করে প্রচুর ক্ষতি সাধন করে। এর পরে মান্নান ও তার বাহিনীর লোকজন এঘটনা আড়াল করতে , মটর সাইকেল চুরির মামলার ওয়ারেন্টের আসামী আমিনুল ইসলাম, মাদক মামলার ওয়ারেন্ট আসামী সোহেল রানা ও বিভিন্ন মামলার আসামী চানু মিয়া মিলে ঘটনা ধাঁমাচাঁপা দেয়ার অপচেষ্টায় ২০/২২ জনে একটি মানববন্ধন করেন। মানব বন্ধনে চক্রটি আনারকে জামাত বিএনপি’র লোক দাবী করে। খোজঁনিয়ে জানাযায় আনার বুয়েট এর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি। এসকল নাটকিয়তার সংবাদ প্রকাশের পর মুক্তিযোদ্ধা মান্নান এর অপকর্ম ফাঁস হয়ে যায়। বয়োবৃদ্ধ মান্নানকে গিরে ব্যপক সমালোচনা শুরু হয় এলাকায়। পরে সে কতিথ হাবিবের মাধ্যমে একটি অনলাইন পোর্টালে প্রতিবাদ প্রকাশ করে ফেইজবুকে প্রচার করতে থাকে। যা ৫৭ ও ৩২ উভয় ধারা লঙ্গন করার সামিল। এ সকল ঘটনায় গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এফ আই আর হয়নি। তবে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ মামলায় হাবিব কেউ আসামী করা হয়েছে বলে জানাগেছে।

Shares