অবৈধ লেগুনা, সিএনজি অটোরিক্সা পানিতে ফেলে দিল হাইওয়ে পুলিশ
প্রকাশিতঃ ২:১৯ অপরাহ্ণ | আগস্ট ২৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪৪৬ বার

মোমিন তালুকদার, ময়মনসিংহঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে যেসব যানবাহনের বৈধ কাজগজপত্র নেই ও মহাসড়কে চলাচলে নিষেধ সে সব যানবাহন আটক করা হচ্ছে। আটককৃত কয়েকটি লেগুনা পানির গর্তে ফেলে দেওয়া হয়েছে।
২৭ আগস্ট সোমবার সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা, বাড়ইপাড়া, সফিপুর কালিয়াকৈরের মহাসড়ক থেকে গত তিন দিনে প্র্রায় শতাধিক যানবাহন আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব যানবাহনের মধ্যে রয়েছে লেগুনা, সিএনজি অটোরিক্সা। অবৈধ যানবাহন আটক করে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটির ভেতরে রাখা হয়েছে এবং হাইটেক সংলগ্ন মহাসড়কের পাশে মহিষবাথান এলাকায় কয়েকটি লেগুনা পাশের একটি পানির ১০ ফুট গর্তে ফেলা হয়েছে।