আজ শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ১৬ বছরে প্রথম শাড়ি!

প্রকাশিতঃ ৯:৫৯ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৯৬১ বার

অনলাইন ডেস্কঃ ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনভারতীয় নারীর বেশে র‍্যাম্পে আসেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তাঁর পরনে ছিল দক্ষিণের কাঞ্জিভরম শাড়ি। কিন্তু ছিল না কোনো গয়না। তার কোনো প্রয়োজনও ছিল না। কারণ নকশাকার সুনীতা শংকরের জমকালো শাড়ি আর সুস্মিতার অপার সৌন্দর্যই ছিল যথেষ্ট। তবে সাবেকি সাজে শাড়ি পরেননি তিনি, পরেছেন নতুনভাবে।

সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘শাড়ি যেকোনো মেয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। আর সুনীতার নকশা করা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে অলংকারের কোনো প্রয়োজন ছিল না। এমনকি আমি পায়ে জুতা পরতেও রাজি ছিলাম না।’

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনসুস্মিতা, প্রথম কবে শাড়ি পরেছেন? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বছর বয়সে একটা পোর্টফোলিও করতে গিয়ে প্রথম শাড়ি পরি। সেটা ছিল মায়ের, কালো রঙের সিল্কের শাড়ি। নামী ফটোগ্রাফার হরবংশ মোদি আমার প্রথম পোর্টফোলিও বানিয়েছিলেন। তিনি অবাক হয়ে জানতে চেয়েছিলেন, ১৬ বছর বয়সে প্রথম পোর্টফোলিও শাড়ি পরে! জবাবে মা তাঁকে বলেছিলেন, ওর বাবা শাড়ি পরার অনুমতি দিয়েছেন।

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনভারতীয় নারীর বেশে র‍্যাম্পে আসেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। তাঁর পরনে ছিল দক্ষিণের কাঞ্জিভরম শাড়ি। কিন্তু ছিল না কোনো গয়না। তার কোনো প্রয়োজনও ছিল না। কারণ নকশাকার সুনীতা শংকরের জমকালো শাড়ি আর সুস্মিতার অপার সৌন্দর্যই ছিল যথেষ্ট। তবে সাবেকি সাজে শাড়ি পরেননি তিনি, পরেছেন নতুনভাবে।

সুস্মিতা সাংবাদিকদের বলেন, ‘শাড়ি যেকোনো মেয়ের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি। আর সুনীতার নকশা করা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে অলংকারের কোনো প্রয়োজন ছিল না। এমনকি আমি পায়ে জুতা পরতেও রাজি ছিলাম না।’

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনসুস্মিতা, প্রথম কবে শাড়ি পরেছেন? প্রথম আলোর এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ বছর বয়সে একটা পোর্টফোলিও করতে গিয়ে প্রথম শাড়ি পরি। সেটা ছিল মায়ের, কালো রঙের সিল্কের শাড়ি। নামী ফটোগ্রাফার হরবংশ মোদি আমার প্রথম পোর্টফোলিও বানিয়েছিলেন। তিনি অবাক হয়ে জানতে চেয়েছিলেন, ১৬ বছর বয়সে প্রথম পোর্টফোলিও শাড়ি পরে! জবাবে মা তাঁকে বলেছিলেন, ওর বাবা শাড়ি পরার অনুমতি দিয়েছেন।

প্রখ্যাত নকশাদার সুনীতা শংকরের সম্ভারে ছিল দক্ষিণের জমকালো অথচ হালকা শাড়ি। তাঁর অভিনব প্রদর্শনী উৎসবে অন্য মাত্রা যোগ করে।

ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে সুস্মিতা সেনল্যাকমে ফ্যাশন উইকে বৃহস্পতিবার র‍্যাম্পে বলিউডের তারকাদের মধ্যে দিয়া মির্জা, সুস্মিতা সেন আর রসিকা দুগলকে দেখা যায়। এদিন র‍্যাম্পে উঠে আসে ভারতের গ্রামের শিল্পকথা। ফ্যাশন উৎসবে তা যেন আধুনিকতা আর মাটির গন্ধ মিলেমিশে এক হয়ে যায়।

Shares