তারাকান্দায় জমি চাষ করতে গিয়ে খুন হলো কৃষক
প্রকাশিতঃ ৯:০৫ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫৪১ বার

রফিক বিশ্বাস, তারাকান্দা(ময়মনসিংহ)ঃ
ময়মনসিংহের তারাকান্দায় ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের হাতে ১জন খুন হয়েছে। জানা গেছে, উপজেলার পাগুলী(আতকাপাড়া) গ্রামের আহাম্মদ আলীর পুত্র মজিবুর রহমান(৪০) ও তার ভাই সুলতান মিয়া(৩২) আজ ২৩ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ট্রাক্টর নিয় জমি চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রের আঘাতে মজিবুর রহমান ও সুলতান মিয়া গুরুতর আহত হয়। জরুরী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমান(৪০) মৃত ঘোষনা করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহাবুবুল হক জানান, গুরুতর আহত মজিবর রহমান হাসপাতালে মারা যায়। উল্লেখ্য চাচাত ভাই মাহবুবুর রহমান হত্যা মামলার আসামী ছিল মজিবুর রহমান।