যৌনকর্মীদের সঙ্গে রাত কাটানোয় ৪ খেলোয়াড়কে দেশে ফেরত
প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৩৩ বার

অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে এবারের এশিয়ান গেমস। প্রথম থেকেই ফর্মে থাকা জাপানিদের পরিনতি এমনটা লজ্জাজনক হবে তা হয়তো ভাবেনি অনেকেই। সত সপ্তাহে যৌনকর্মীদের টাকা দেওয়ার অপরাধে চার বাস্কেটবল তারকাকে দেশে ফেরত পাঠিয়েছে জাপান। আর এতে করেই যেনো এক কলঙ্কের দায় লাগলো তাদের গায়ে।
ওই চার জাপানি খেলোয়াড় হলেন— তাকুয়া হাশিমোতো, কেইতা ইমামুরা, ইউয়া নাগায়োশি ও তাকুমা সাতো।