বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
প্রকাশিতঃ ৬:০০ অপরাহ্ণ | আগস্ট ১৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ১৭৭ বার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, এমপিকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে পৃথক ঈদ কার্ড পাঠিয়ে তাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ. কে. এম. আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলামের কাছে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস. এম. খুরশিদ-উল-আলম।