হালুয়াঘাটে বিজিএফ’র এক ট্রলি চাল আটক
প্রকাশিতঃ ৪:০৬ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৬১৫ বার

ওমর ফারুক সুমন, হালুয়াঘাট:
বুধবার বিকেলে হালুয়াঘাট উপজেলার ৪নং সদর ইউনিয়নের উত্তর বাজার (টানা ব্রীজ সংলগ্ন) এলাকায় বিজিএফ’র এক ট্রলি চাল আটক করে স্থানীয় জনতা। জানা যায়, ৪নং সদর ইউনিয়ন থেকে কতিপয় ইউপি সদস্য উক্ত বস্তাসহ ট্রলিভর্তি চাল পাচারের চেষ্টা কালে উত্তর বাজারের শফিকুল ইসলাম মানিক নামে এক দোকানদারের সন্দেহ হয়। পরে দোকানদার উক্ত ট্রলি চালককে জিজ্ঞেস করলে চালগুলো সদর ইউনিয়নের বলে জানতে পারে। মানিক ট্রলি চালকের বরাত দিয়ে বলেন, ট্রলিটি আমার দোকানের সামনে এসে দাঁড়ালে আমার বস্তাগুলো দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞেস করে জানতে পারি চাল গুলো বিজিএফ’র। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে চাল চাল আটক করে নিয়ে যায়। মানিক ট্রলি চালকের বরাত দিয়ে আরও বলেন, চাল গুলো জাহাঙ্গীর মেম্বার, খসু মেম্বার, আসমাসহ একটি চক্র গাজিরভিটার দুলাল নামে একজনের কাছে বিক্রি করে।ট্রলি সেখানেই যেতে চেয়েছিলো পৌছে দেয়ার উদ্দেশ্যে। এক পর্যায়ে ট্রলি চালক পালিয়ে যায় বলে দোকানদার মানিক জানান।