সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সারাদেশের
প্রকাশিতঃ ৮:৪১ অপরাহ্ণ | আগস্ট ০৮, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২১২ বার

সিলেট সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘সুরমা মেইল’ এর মালবাহী একটি বগি লাইনচ্যুত হওয়ায় আজ দুপুর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিববাড়ি এলাকায় দুপুর দেড়টার দিকে ট্রেনটি ঢকা থেকে ছেড়ে আসার সময় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ‘সুরমা মেইল’ শিববাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। মেইলের ইঞ্জিন এবং অন্য কয়েকটি বগি বেলা দুইটার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় বলে জানান তারা। তবে এ দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিলেট রেলওয়ে স্টেশনের কর্মীরা দুপুর তিনটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজে নামে।
এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কাজী শহিদুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।