মুখ ফসকে চুমুর কথা বেরিয়ে গেছে! দুঃখ প্রকাশ
প্রকাশিতঃ ৯:৩২ অপরাহ্ণ | আগস্ট ০৫, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩৯৭ বার

অনলাইন ডেস্কঃ রাস্তায় দাঁড়িয়ে কেউ আওয়ামী লীগ অফিসের দিকে গুলি করতে আসলে তাদেরকে বল প্রয়োগ না করে চুমু খাবে নাকি? আওয়ামী লীগ অফিসে হামলার প্রসঙ্গে এমনটাই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্তব্যটি করেছিলেন বনানীতে আজ সকালে শেখ কামালের জন্মদিন উপলক্ষে কবরে শ্রদ্ধা নিবেদনের পর। তবে বিকেলে নিজের দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এই দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তার এ বক্তব্যে কেউ কষ্ট পেলে তাতে তিনি দুঃখিত। এ বক্তব্য মুখ ফসকে বের হয়ে গেছে।
রাজনীতিতে এ ধরনের শব্দ ব্যবহার হয় কিন্তু আমার কাছে কেউ এমনটা আশা করেনি।