আজ শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

শিরোনাম

এমপি মাহমুদুল হক সায়েমকে সি.আই.পি শামিমের সংবর্ধনা হালুয়াঘাটে ঈদে বাড়ি ফেরার পথে লাশ হল স্বামীসহ অন্তঃসত্ত্বা স্ত্রী হালুয়াঘাটের স্থলবন্দর দিয়ে ২৭টি পণ্যের আমদানী রপ্তানীর পরিকল্পনা-এমপি সায়েম হালুয়াঘাটে ২৭ হাজার দুস্থ অসহায় পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১৩ বছর পর পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হালুয়াঘাটে ফেইসবুক গ্রুপে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। পুরস্কার বিতরণ ‘কৃষ্ণনগরের কৃষ্ণকেশীর ‘বেহিসেবি রঙ.. হিমাদ্রিশেখর সরকার হালুয়াঘাট থেকে ফুলপুর পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণসহ সড়ানো হচ্ছে অস্থায়ী বাস কাউন্টার জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে-প্রিন্স ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আওয়ামী লীগ-প্রিন্স বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা

মাদকের সাথে আপোস নয়—নালিতাবাড়ীতে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী

প্রকাশিতঃ ৩:৫৯ অপরাহ্ণ | জুন ০২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫১১ বার

নালিতাবাড়ী (শেরপুর) থেকে রাকিবঃ  : প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মাদকাসক্ত যে কোন দলের হোক, তাদের রেহাই দেওয়া হবেনা এবং দেওয়া হচ্ছেনা। তিনি বলেন, যুব সমাজকে বাঁচাবার জন্য, এমনকি আমাদের আগামী বংশধরদের বাঁচাবার জন্য মাদকের বিরুদ্ধে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। আর তখন এক দলের কথা ! মানবাধিকার লঙ্ঘন হয়েছে’! আজ (২জুন) শনিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঈদ-উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণী সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, নেশার টাকার জন্য ছেলে বাপকে মেরে ফেলছে, বাপের মানবাধিকার নাই? নেশার টাকার জন্য যে ছেলে বাপকে খুন করছে তার মানবাধিকার নিয়ে আমাদের কাঁদতে হবে? ঐশী, তার বাবা-মা দুইজনকে নেশাগ্রস্ত অবস্থায় হত্যাকরল, ঐশীর মানবাধিকার আছে;  আর যে দুইজন মারা গেল বাবা মা তাদের মানবাধিকার নাই? শেরপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক এটি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতা কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন তিনি উপজেলার ৪টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির প্রথম দশ জন ছাত্রীকে একটি করে থ্রি পিছ, ৯ম প্রথম দশজন ছাত্রীকে একটি করে শাড়ী ও দশম শ্রেণির মেধাক্রমঅনুসারে প্রথম দশজনের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণকরেন। এছাড়াও দুঃস্থ- অসহায়দের মাঝে একট করে মোট ৬৮০ টি গেঞ্জি,  ৪শটি শার্ট, ৩ হাজার ১২টি শাড়ি ও নিজ তহবিল থেকে খেজুর বিতরণকরেন।

Shares