ময়মনসিংহের ডিবি পুলিশের এস আই পরিমলের অটো চোর নিয়ে স্ট্যাটাস
প্রকাশিতঃ ৭:০২ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৫০২ বার

নিজস্ব প্রতিবেদকঃ কেনো আমরা প্রযুক্তি ব্যবহার করবো ? শুনুন একটি প্রযুক্তির কাহিনী! পুলিশ সুপার জনাব, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম সাহেব আধুনিক পুলিশী ব্যবস্থা চালু এবং শহরের নিছিদ্র নিরাপত্তার কথা ভেবে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন সিসিটিভি স্থাপনের পাশাপাশি মিডিয়া সেন্টার স্থাপন করে সিসিটিভি সার্বক্ষনিক মনিটরিং এর ব্যবস্থা করেছেন। ময়মনসিংহ শহর হতে প্রায়ই ব্যাটারি চালিত অটো চুরির সংবাদ আমাদের কাছে আসছিল। গত ইং ২৭/০৭/১৮ তারিখ অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম এর একটি অটো অভিনব কায়দায় ড্রাইভারের কাছ থেকে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। তখন সে দিশেহারা হয়ে পড়ে। লোকমুখে ময়মনসিংহ শহরে পুলিশের সিসি ক্যামেরা স্থাপনের কথা শুনে মিডিয়া সেন্টারে আসেন। তখন মিডিয়া সেন্টারে দায়িত্বরত পুলিশ সদস্যগন অত্যান্ত মনোযোগ সহকারে সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করে। গত ইং ২/০৮/১৮ তারিখ পুনরায় চোরচত্রুটি অটো চুরি করার জন্য ময়মনসিংহ শহরে প্রবেশ করলে সিসি ক্যামেরার লাইভ দৃশ্যে চোরদের আনাগোনা দৃশ্য চোখে পড়ে এবং দায়িত্বরত পুলিশ সদস্য পূর্বের ছবির সাথে তাদের মিল পাওয়ার সাথে সাথে আমাকে অবহিত করেন। আমি তাৎক্ষনিকভাবে মিডিয়া সেন্টারের সদস্যদের নিয়ে গাঙ্গিনারপাড় হতে পাচঁজন অটো চোর চত্রেুর সদস্যকে হাতে নাতে ধৃত করি এবং একজন চোর কৌশলে পালিয়ে যায়। তাদের হেফাজত হতে একটি মিনিট্রাক উদ্ধার করি। ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদে আসামীরা কিভাবে অটো চুরি করে তার বর্ননা দেয়। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অটো চুরির মামলা রজু হয়েছে। যদি কোন ভুক্তভোগী সংঘবদ্ধ চোরদের চিনেন, তাহলে ডিবি অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল। চোরাইকৃত অটো উদ্ধারে সর্বাত্বক চেষ্টা অব্যাহত আছে।