ময়মনসিংহে নেপালি চিকিৎসকের আত্মহত্যা
প্রকাশিতঃ ২:৩৮ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬৮ বার

ময়মনসিংহে কমিউনিটি বেজড মেডিকেল কলেজের এক ইন্টার্ন চিকিৎসক আত্মহত্যা করেছেন। তার নাম রাজীব। তার বাড়ি নেপালে।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ডা. আ.ন.ম ফজলুল হক পাঠান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মহত্যাকারী চিকিৎসক তার বড় ছেলের বন্ধু ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নেপালি চিকিৎসকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান ওসি।