হালুয়াঘাটে ভাড়ায় সন্ত্রাসী করতে এসে আটক-৫, মুচলেকা দিয়েই ছাড়
প্রকাশিতঃ ৮:৩৭ অপরাহ্ণ | জুলাই ২৯, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩০৬ বার

স্টাফ রিপোর্টারঃ হালুয়াঘাটের পাশের ধোবাউড়া উপজেলা থেকে হালুয়াঘাটের ৫নং গাজীরভিটা ইউনিয়নের মহাজনীকান্দা গ্রামে ভাড়ায় সন্ত্রাসী কর্মকান্ড করতে আসলে এলাকার সাধারন জনতা পাঁচজনকে আটক করে।এ সময় দুইজন ভারী অস্ত্র নিয়ে পালিয়ে যান বলে জানান মহাজনীকান্দা গ্রামের আহত জবেদ আলী। আটককৃতরা হলেন, ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামের আঃ কাশেম(৫৫), মোঃ হাদিউল(৪৫), কাছিবর রহমান(৪০), আলাল উদ্দিন(৩৫) ও আঃ সাত্তার(৩০)। এ ঘটনায় মহাজনীকান্দা গ্রামের জবেদ আলী (৫৫)নামে একজন সন্ত্রাসীদের আক্রমনে আহত হয়ে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসাধীন আছে। জানা যায়, ২৯ জুলাই রবিবার ভোররাতে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া মহাজনীকান্দা গ্রামের আহত জবেদ আলীর পুত্র জহিরুলকে মারার জন্যে হামলা চালায়। পরে তাদের আত্বচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে একটি ছুরি, ২টি লোহার এক্সেলসহ তাদেরকে আটক করে।জহিরুলের পিতা আহত জবেদ আলী জানান, ভারী অস্ত্রসহ দুইজন পালিয়ে যায়। পরে আটককৃতদের স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসলে চেয়ারম্যান দেলোয়ার হোসেন ১০ হাজার টাকা জরিমানা ও গ্রাম পুলিশ দিয়ে রামধোলাই দিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকান্ড করতে এসে পাবলিকের হাতে ধরা পড়েছে। একজন হাসপাতালে ভর্তি আছে। তার চিকিৎসার জন্যে এ টাকা নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জবেদ আলী বলেন, প্রতিবেশী শামসুলের স্ত্রী মনু (৩৫) এদেরকে ভাড়া করে নিয়ে আসে আমার পুত্র জহিরুলকে মেরে ফেলার জন্যে। যখন ছুড়ি দিয়ে আমার পুত্রের গলায় ধরতে যায় তখন তা আমি টের পেয়ে বাঁচাতে চেষ্টা করি। আমাদের আত্বচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দু’জন পালিয়ে যায়।পাঁচজনকে আটক করে।জবেদ আলী বলেন, আমি চেয়ারম্যানের এ বিচার মানিনা। আমি আইনের আশ্রয় নিবো। হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, আমি ঘটনাটি শুনতে পায়নি। যদি আহতরা আইনের আশ্রয় নিতে চাই তাহলে আমি ব্যবস্থা নিবো। ###