ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক কারবারি নিহত
প্রকাশিতঃ ১১:৫০ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৪৯ বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহসান উল্লাহ খান নোমান নামের এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
শহরের সেনবাড়ীর বাসিন্দা নোমান মঞ্জুরুল হক খানের পুত্র। পুলিশের দাবি, তিনি শহরের শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ ১৪টিরও বেশি মামলা রয়েছে। তিনি এসব মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এই বন্দুকযুদ্ধে কোতোয়ালী মডেল থানার এসআই তানজিল, কনস্টেবল ইলিয়াস ও সামিউল আহত হয়েছেন। তাদেরকে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে নোমানের উপস্থিতি জেনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পৌঁছালে নোমানের লোকজন পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির মাঝে পড়ে নোমান গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি চাপতি, একটি চাইনিজ ছুরি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হ