নান্দাইলে বাছুর নিয়ে ঝগড়ায় যুবক খুন
প্রকাশিতঃ ৫:১৪ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬৫ বার

ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ ১৬ জুলাই সোমবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে ধানের বীজতলায় গরু যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হেলিম (৪০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে। এরা হলেন খোকন, হাদিছ, মুজিবর এবং স্বপন। নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, গতকাল রবিবার বাছুর বীজতলা খাওয়াকে কেন্দ্র করে প্রথম দফায় ঝগড়া হয়। সোমবার সকালে পুনরায় বিবাধে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হেলিমের মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জনকে আসামী করে নান্দাইল থানায় মামলা রুজো হয়েছে বলে তিনি জানান।