হালুয়াঘাটে ইউএনও’র হস্তক্ষেপে উপজেলা মসজিদে ‘এসি’ সংযোজন
প্রকাশিতঃ ৪:৪০ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ২৬০ বার

ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ
১৩ জুলাই শুক্রবার হালুয়াঘাট উপজেলা পরিষদ জামে মসজিদে মুসল্লিদের নামাযের সুবিধার্থে ১২ টি এয়ার কুলার (এসি) সংযোজন কাজের শুভ উদ্ভোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। জানা যায়, মুসল্লীদের দীর্ঘ সময়ের দাবী ছিলো এই ‘এসি’ সংযোগজনের। অবশেষে নির্বাহী অফিসার জাকির হোসেন বিষয়টি আমলে নেন এবং দ্রুত গতিতে এ দাবীটি বাস্তবায়ন করেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এখানে মোট ১২ টি এয়ার কুলার (এসি)সংযোজন করেছি। যা সম্পূর্ণই মুসল্লীদের স্বার্থে করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে মুসল্লীরা স্বাচ্ছন্দে তাদের প্রার্থনা (নামাজ) করতে পারবে। এ সময় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রশিদ, ওসি জাহাঙ্গীর আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।###