আজ শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শিরোনাম

বাজারে পণ্যের অগ্নিমূল্যের তাপ তাদের গায়ে লাগেনা-প্রিন্স নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি সোহেল সম্পাদক মনির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত থাকবে-বিএনপি নেতা প্রিন্স হালুয়াঘাটে বিএনপি নেতা প্রিন্স’র লিফলেট বিতরণ ৯৮ দিন কারাভোগের পর নিজ এলাকায় বিএনপি নেতা প্রিন্সকে সংবর্ধনা হালুয়াঘাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে হাঁস-মুরগি বিতরণ ইশ্বরগঞ্জে বালু শ্রমিক আজিজুল হত্যার আসামী মাখন আটক শিক্ষার্থীদের বেতন অর্ধেক করে দিতে হবে-এমপি সায়েম হালুয়াঘাটে তেলের দোকানে অগ্নিকান্ড ম্যানেজিং কমিটির, সভাপতির পক্ষ থেকে জিপিএ-৫ পেলেই মিলবে ল্যাপটপ! হালুয়াঘাটে যুগান্তর স্বজন সমাবেশে কেক কাটলেন এমপি ‘সায়েম’ শিক্ষার্থীদেরকে নীতিকথা শোনাতে হবে- ইউএনও নালিতাবাড়ী নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে আসছেন ‘হাজী মোশারফ’ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ‘হাজী মোশারফ ‘ নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান “হাজী মোশারফ”

বিশ্বকাপ নিয়ে কঠিন সমীকরন! মৃত্যুকূপে মেসি-রোনালদোর বেঁচে থাকার লড়াই

প্রকাশিতঃ ৪:১০ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৪১৯ বার

আন্তর্জাতিক ডেস্কঃ ধাক্কা সামলে নকআউট পর্বে মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানকে সামাল দিয়ে  নকআউট পর্বে রোনালদোর পর্তুগালও। তবে মৃত্যুকূপে এবার মেসি-রোনালদোর অগ্নি পরীক্ষা। দ্বিতীয় সুযোগ আর পাবেন না তারা। হারলেই সবশেষ। নকআউট পর্বে আজ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে অধিনায়ক লিওনেল মেসির আর্জেন্টিনা।

অপর নকআউট ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের লড়াই দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে শুরুর দুই ম্যাচে মলিন দেখাচ্ছিল পাঁচবারের ব্যালন অর’ (বর্ষসেরা) পুরস্কার জয়ী লিওনেল মেসিকে। নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে হোঁচট খাওয়া ম্যাচে পেনাল্টি মিস করেন আর্জেন্টাইন এ মহাতারকা। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসিকে দেখায় আরো বিবর্ণ। তবে মোক্ষম সময়ে ঝলক দেখান মেসি। নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বল পায়ে কারিকুরি শেষে অসাধারণ এক গোল আদায় করেন আর্জেন্টিনার এই ‘নাম্বার টেন’। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে স্বস্তি ফেরে আর্জেন্টিনা শিবিরে। আসরের শুরুতেই দর্শকরা দেখতে পান রোনালদোর ধামাকা। স্পেনের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান মেসির সমান পাঁচবারের ব্যালন ডি অর’ পুরস্কার জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে অধিনায়ক রোনালদোর একমাত্র গোলে জয় দেখে পর্তুগাল। তবে তৃতীয় ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে খেলা শেষ করে রোনালদো অ্যান্ড কোং। আর ম্যাচের শেষ ১০ মিনিট পর্তুগিজরা ছিল ইরানি তোপের মুখে। এ সময় ইরানিরা সুযোগ নষ্ট না করলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারতো পর্তুগাল। শেষ ষোলো রাউন্ডে রোনালরোদের অপেক্ষায় সুয়ারেজ-কাভানিরা। গ্রুপ পর্বে গোল নিয়ে টাটকা ফর্ম দেখাচ্ছেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড এডিনসন কাভানিও।
মস্কোর ব্রোনেৎসির সোরোনোজোস্কি স্কুল মাঠে অফিসিয়াল ট্রেনিং ছিল আর্জেন্টিনার। এক ঘণ্টার এই ট্রেনিং মিডিয়ার জন্য উন্মুক্ত ছিলো শুরুর ১৫ মিনিট। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কৌশল কী হবে, কোনো পরিবর্তন আছে কিনা একাদশে? ১৫ মিনিটের ট্রেনিং দেখে এসব কিছু বোঝার উপায় ছিল না। তবে বিকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এসব কিছুই পরিষ্কার করে দিলেন হোর্হে সাম্পাওলি। জানান ফ্রান্সকে নিয়ে তার পরিকল্পনার কথা। নাইজেরিয়া ম্যাচের একাদশই এই ম্যাচে থাকছে বলে জানান তিনি। ফ্রান্সের কোচ দেশমের ভাবনায় যে শুধু মেসি, সেটা পরিষ্কার বোঝা গেছে সংবাদ সম্মেলনে। আজ বাংলাদেশ সময় রাত আটটায় কাজান অ্যারেনা স্টেডিয়ামে নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স। নকআউট পর্বের এই ম্যাচের জয়ী দল পর্তুগাল-উরুগুয়ে ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ৬ই জুলাই নিজনি নভগোরদে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

চলতি বিশ্বকাপের পারফরম্যান্সে আর্জেন্টিনার চেয়ে পরিষ্কারভাবেই এগিয়ে ফ্রান্স। ফরাসিরা যেখানে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এসেছে দ্বিতীয় রাউন্ডে, সেখানে অনেকটাই ভাগ্যের সহায়তায় শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্জেন্টিনা। তাই ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে বিশেষ পরিকল্পনার ছক আঁকছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। আগেই জানা গিয়েছিল ফ্রান্সের বিপক্ষে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ নামাতে পারেন সাম্পাওলি। আর্জেন্টিনার কোচিং ক্যারিয়ারে কোনো ম্যাচে অপরিবর্তিত একাদশ খেলাননি তিনি। কিন্তু এবার ফ্রান্সের বিপক্ষে উপায়ন্তুর না দেখে নিজের প্রথা ভাঙার ব্যাপারে ভাবছেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে মস্কোর ব্রোনেৎসির সোরোনোজোস্কি স্কুল মাঠে এবং সন্ধ্যায় কাজান অ্যারেনা স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করছে আর্জেন্টিনা দল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলন ক্যাম্প ঘুরে  দেখা যায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচে সেট পিসের দিকে নজর দিয়েছেন আর্জেন্টাইনরা। শিষ্যদের বিশেষ করে কর্নার কিক, ফ্রিকিক ও পেনাল্টি কিকের অনুশীলন করিয়েছেন কোচ সাম্পাওলি। এরইমধ্যে এনজো পেরেজকে নিয়ে ভাবনায় পড়েছেন সাম্পাওলি। শারীরিক অসুস্থতার কারণে গতকাল ঠিকমতো অনুশীলন করতে পারেননি এই মিডফিল্ডার। পেরেজ যদি আজকের ম্যাচে খেলতে না পারেন তাহলে একাদশে ঢুকতে পারেন ক্রিস্টিয়ান পাভন। নতুবা গঞ্জালো হিগুয়েইনের বদলে একাদশে ঢুকে যেতে পারেন এই তরুণ তুর্কি। সেক্ষেত্রে ‘মেক-শিফট’ স্ট্রাইকার হিসেবে খেলবেন লিওনেল মেসি। পাভন একাদশে এলে ‘ফলস নাইন’ পজিশনে খেলতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক। এদিকে একাদশ নিয়ে চিন্তা না থাকলেও মেসিদের কার্ড সমস্যা শঙ্কায় ফেলে দিয়েছে সাম্পাওলিকে। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে হলুদ কার্ড পেয়েছিলেন লিওনেল মেসি। দ্বিতীয় রাউন্ডে আরো একটি পেলে ফ্রান্সকে হারালেও যে কোয়ার্টারে খেলতে পারবেন না এই আর্জেন্টাইন মহাতারকা। এ সমস্যা শুধু মেসির নয়। একই সমস্যায় আছেন আর্জেন্টিনার হাভিয়ের মাসচেরানো, মাউরিসিও আকুইনো, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, এভার বানেগা। মেসিসহ এই ছয়জনের কোনো একজন যদি ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হলুদ কার্ড দেখেন, তাহলে  কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না।

এদিকে ফর্ম ও দলের অবস্থা বিচারে যে কেউই ফ্রান্সকেই এগিয়ে রাখবেন এ ম্যাচে। গ্রুপ পর্বে খুব একটা ভালো খেলতে না পারা আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেয়ার সব সামর্থ্যই ফরাসি দলের আছে। আন্তোইন গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে ও উসমান  ডেম্বেলে, পল পগবাদের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স যেকোনো বিচারেই আর্জেন্টিনার জন্য শক্ত প্রতিপক্ষ। নিজ দলে এতো এতো তারকা থাকার পরও এক মেসিকে নিয়ে চিন্তিত ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গতকালের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে তার মুখে চলে আসছিলো মেসির প্রসঙ্গ। দেশম বলেন, ‘আসলে মেসি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। তার মতো ফুটবলার প্রতিপক্ষ দলে থাকলে তাকে নিয়ে তো আপনাকে আলাদা পরিকল্পনা সাজাতেই হবে। নইলে কি ম্যাচ জেতা যাবে?’  ১৯৯৮’র ফ্রান্স বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক মেসিকে নিয়ে কি পরিকল্পনা সাজালেন? ফ্রান্স সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে দেশম বলেন, সেটা বললে তো আপনাদের অনুশীলন দেখার সুযোগ দিতাম। রুদ্ধদ্বার অনুশীলনের প্রয়োজন হতো না’। গ্রুপ পর্বে দুই জয় এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। তিন ম্যাচের একটিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গ্রিজমান। তাইতো গুরুত্বপূর্ণ এই ম্যাচে গ্রিজম্যানের কাছ থেকে সেরাটা চাইছেন দেশম। শুধু গ্রিজম্যান না পুরো দলকে প্রমাণের একটা সুযোগ হিসেবে দেখছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। সুযোগ থাকার পরও নিজেদের মাঠে ইউরো জিততে পারেনি ফ্রান্স। পর্তুগালের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এই কথাটিও নাকি অনুশীলনে বার বার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। লিওনেল মেসি আর ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি একই ক্লাবে খেলেন বার্সেলোনায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেবেন মেসি, আর তাকে আটকাতে ফ্রান্সের ভরসা উমতিতি। ফরাসি ডিফেন্ডার মহারণের আগেই জানিয়ে দিলেন, বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি কোনোভাবেই এক নন! আর্জেন্টিনা-ফ্রান্স নকআউট ম্যাচে মেসিকে সামলাতে ফরাসি কোচ দিদিয়ের দেশম উমতিতির ওপর বাড়তি ভরসা রাখবেন এটা স্বাভাবিক। সংবাদ সম্মেলনেও কোচ দেশম উমতিতির প্রসঙ্গ তিনি টেনে এনেছেন বার বার। সেই উমতিতি কেবল মেসির দিকেই তাকিয়ে নেই। তার ভাবনায় আছে আর্জেন্টিনার অন্য খেলোয়াড়েরাও, ‘আমি তাকে প্রতিদিন দেখি। মেসিকে থামানো খুবই কঠিন একটি কাজ। তার রয়েছে অসাধারণ সব গুণ। আমরা তাকে থামানোর চেষ্টা করবো কিন্তু সে-ই আর্জেন্টিনার একমাত্র খেলোয়াড় নয়। তাদের আরো স্ট্রাইকার রয়েছে। এদের নিয়েও আমাদের ভাবতে হবে। মেসিকে আটকাতে গিয়ে অন্যদের সুযোগ করে দিলেও কিন্তু সর্বনাশ হয়ে যাবে।’ নকআউট পর্বে আর্জেন্টাইনরা ফ্রান্স বাধা টপকাতে পারলে, আর পর্তুগাল যদি উরুগুয়েকে হারাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে সাক্ষাৎ হয়ে যাবে মেসি-রোনালদোর। যারা কিনা এখনো বিশ্বকাপে একে অপরের মোকাবেলা করেননি।
এদিকে আর্জেন্টিনার সঙ্গে ১১ বারের লড়াইয়ে মাত্র দু’টিতে জয় পেয়েছে ফ্রান্স। হেরেছে ছয় ম্যাচে। ড্র হয়েছ দুটি ম্যাচ। বিশ্বকাপে দুইবারের সাক্ষাতে দু’টিতেই হেরেছে ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্স।

Shares