হালুয়াঘাটের গাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিতঃ ৩:০২ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৮ । এই নিউজটি পড়া হয়েছেঃ ৩১৫ বার

ওমর ফারুক সুমন: ৩০ জুন শনিবার ১১ নং আমতৈল ইউনিয়নের গাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ (চতুর্থ) তলা ভবন নির্মাণের শুভ উদ্ভোদন করেন স্থানীয় সাংসদ জনাব জুয়েল আরেং এম পি।জানা যায়, এ ভবনটি “এনবিআইডিজিআরপিএস” প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে, যা অতিরিক্ত শ্রেণীকক্ষ হিসেবে ব্যাবহৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ ফারুক, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।